ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিবহন শ্রমিকদের মাঝে নেহরীন মোস্তফার পিপিই বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
পরিবহন শ্রমিকদের মাঝে নেহরীন মোস্তফার পিপিই বিতরণ

ঢাকা: রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি।

শনিবার (১১ জুলাই) সকালে বাস টার্মিনালের অতিদরিদ্র পরিবহন শ্রমিকদের মাঝে নিজ উদ্যোগে এসব পিপিই বিতরণ করেন তিনি।

নেহরীন মোস্তফা বলেন , করোনার এই ক্রান্তিকালে গণপরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন।

প্রতিদিন শত শত যাত্রীদের সেবায় নিয়োজিত এই পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা প্রয়োজন। শেখ হাসিনার নির্দেশে অতি দরিদ্র শ্রমিকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র এই প্রয়াস। আমি এই ক্রান্তিকালে ব্যবসায়ী, রাজনীতিকদের আরও বেশি করে পরিবহন শ্রমিক ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।  

এসময় গোলাম আহমেদ টিটু, সায়দাবাদ আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমএমআই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।