ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সস্ত্রীক করোনা আক্রান্ত বিডিআর মামলার পিপি টিপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
সস্ত্রীক করোনা আক্রান্ত বিডিআর মামলার পিপি টিপু

ঢাকা: বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মঞ্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) তাদের দুজনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এ আইনজীবী দম্পতির নিকটাত্মীয় ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক বাংলানিউজকে জানান, গত আট-নয় দিন ধরে জ্বর ও শরীর ব্যথায় ভুগছিলেন শাহনেওয়াজ টিপুর স্ত্রী।

তিনি নিজেও তিন দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার এক সঙ্গে সিএমএইচে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার টেস্টের ফলাফলে তাদের করোনা পজেটিভ আসে।  

তারা দুজনই বর্তমানে ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মতো চলছেন বলে জানান অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন।  

শাহনেওয়াজ টিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ আইন সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি সম্প্রতি করোনামুক্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  উপ- পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের ভাই।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
কেআই/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।