ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

পর্যায়ক্রমে দেশের সব জেলায় বসবে পিসিআর ল্যাব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, জুলাই ১১, ২০২০
পর্যায়ক্রমে দেশের সব জেলায় বসবে পিসিআর ল্যাব 

গাইবান্ধা: পর্যায়ক্রমে দেশের সব জেলায় করোনা (কোভিড-১৯) টেস্টিং ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. নূর-উর-রহমান। 

শনিবার (১১ জুলাই) দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  

এর আগে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডক্টরস্ কনফারেন্স রুমে কোভিট-১৯ চিকিৎসা সেবায় নিয়োজিত গাইবান্ধার চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় যোগ দেন সচিব নূর-উর-রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন- গাইবান্দার জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান আসাদ, সিভিল সার্জন ডা. মো. আবু হানিফ, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারসহ (আরএমও) গাইবান্ধার স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও করোনায় আক্রান্ত রোগীদের একমাত্র চিকিৎসাকেন্দ্র আনসার ভিডিপি আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন সচিব।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।