ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহাম্মদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
মোহাম্মদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার (১০ জুলাই) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুহাম্মদ ওয়ালি উল্লাহ (৪২) নামে আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মুহাম্মদ ওয়ালি উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অজ্ঞাত নামা আরো ৫/৭ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

ওয়ালি উল্লাহ আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং-৪৬) দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।