ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান আর নেই

বগুড়া: শিক্ষাবিদ, লেখক, গবেষক ও পরিবেশবিদ মো. আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬৪ বছর।

তিনি বগুড়া জেলার অন্তর্গত শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন।

আব্দুল মান্নান বগুড়ার মহাস্থানগড় সংলগ্ন গোকুল উত্তরপাড়া এলাকায় ১৯৫৬ সালে মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ১৯৭৬ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একাধারে শিক্ষাবিদ, লেখক, গবেষক ও পরিবেশবিদ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।