ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহীতে বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দু’টি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

আটক ব্যক্তির নাম মো. শহিদ (৫৫)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর আমজাদের মোড় এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদির হাজির মোড় এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দু’টি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ শহিদকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মহানগরীর চন্দ্রিমা থানায় শহিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার (১০ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এসএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।