ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাড়া বাড়ানোর প্রতিবাদে বঙ্গবাজারে দোকানিদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
ভাড়া বাড়ানোর প্রতিবাদে বঙ্গবাজারে দোকানিদের সড়ক অবরোধ

ঢাকা: দোকানভাড়া বাড়ানোর প্রতিবাদে রাজধানীর বঙ্গবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভাড়াটে দোকানি ও কর্মচারীরা। একপর্যায় যান চলাচলে বাধাগ্রস্ত হলে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২ টার দিকে বঙ্গবাজারের সামনে সড়কটি অবরোধ করে ২০ মিনিট অবস্থান করার পর পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বলেন, বঙ্গবাজারের দোকান মালিকরা মাসিক ভাড়া বাড়ানোয় প্রতিবাদে ভাড়াটে দোকানিরা সড়ক অবরোধ করেছিলেন।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে সড়র ছেড়ে দেওযার অনুরোধ করা হয়। পরে তারা সড়ক ছেড়ে দেন।

বিকেলে ভাড়াটে দোকানিরা বঙ্গবাজারের মালিক সমিতির সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠক করবেন বলেও জানান ওসি আবুল হাসান।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।