ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম মহানগর পুলিশকে অ্যাম্বুলেন্স দিল সিটি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, জুলাই ৪, ২০২০
চট্টগ্রাম মহানগর পুলিশকে অ্যাম্বুলেন্স দিল সিটি ব্যাংক

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যদের জরুরি স্বাস্থ্যসেবা ও যাতায়াতে চট্টগ্রাম মহানগর পুলিশকে (সিএমপি) একটি অ্যাম্বুলেন্স দিয়েছে সিটি ব্যাংক।

শনিবার (৪ জুলাই) সিটি ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপিতে এ তথ্য জানোনো হয়।

এতে বলা হয়, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে এ অ্যাম্বুলেন্সটি অনুদান হিসেবে সিএমপিকে দেওয়া হয়েছে।



গত বৃহস্পতিবার (২ জুলাই) সিএমপি পুলিশ লাইনে সিটি ব্যাংকের পক্ষ থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড এরিয়া হেড কায়েস চৌধুরী সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ সিএমপি ও সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।