ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

মিশর থেকে ফিরলেন ৪১ বাংলাদেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, জুলাই ৪, ২০২০
মিশর থেকে ফিরলেন ৪১ বাংলাদেশি

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে করোনায় দীর্ঘদিন মিশরে আটকে পড়া ৪১ বাংলাদেশি দেশে ফিরেছেন। 

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় ফ্লাইটটি যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  

মিশরে বিভিন্ন কাজে গিয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকা পড়েন এসব বাংলাদেশি।

সরকার তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে।  
         
জানা গেছে, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে অাসায় এসব নাগরিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।