ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাতার থেকে ফিরছেন আটকে পড়া ৩৯৫ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
কাতার থেকে ফিরছেন আটকে পড়া ৩৯৫ বাংলাদেশি ফাইল ছবি

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিভিন্নভাবে আটকে পড়া ৩৯৫ জন প্রবাসী বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন।

শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টায় প্লেনটি ঢাকার উদ্দেশে কাতারের দোহা ত্যাগ করেছে।

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, কাতার থেকে ৩৯৫ বাংলাদেশি যাত্রী নিয়ে শুক্রবার রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে।

চার্টার্ড ফ্লাইটটি বৃহস্পতিবার (২ জুলাই) ২৭৬ যাত্রী নিয়ে ইতালির রোমে যায়। সেখান থেকে দোহা হয়ে ফেরার পথে কাতারে আটকে পড়া ৩৯৫ বাংলাদেশি নাগরিককে নিয়ে দেশে ফিরছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad