ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহাম্মদপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
মোহাম্মদপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর মেকআপ খান রোড এলাকায় তালাক দেওয়া স্বামীর ছুরিকাঘাতে ঝর্ণা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই পালিয়ে যান ওই নারীর সাবেক স্বামী মো. সোহাগ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।

ওসি আবদুল লতিফ বলেন, ঝর্না এক মাস আগে সোহাগকে তালাক দিয়েছেন।

আগে তারা মোহাম্মদপুর সাদেক খান রোডের পাশে মেকআপ রোডের একটি বাড়ির নিচতলায় থাকতেন। তালাক দেওয়ার পর ঝর্না ওই বাসায় থাকলেও সোহাগ চলে যায় তার মা-বাবার বাসায়।

প্রাথমিকভাবে জানতে পেরেছি, শুক্রবার ভোরে ওই বাসায় সোহাগ ঝর্ণাকে পাটার শিল (পুতা) দিয়ে মাথায় আঘাত করে। পরে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। সোহাগকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad