ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে আ’লীগ সমর্থককে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
বান্দরবানে আ’লীগ সমর্থককে অপহরণ

বান্দরবান: বান্দরবানে আওয়ামী লীগের এক সমর্থককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৩ জুলাই) বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের হেব্রনপাড়ার বাসিন্দা আওয়ামী লীগের সমর্থক রুয়াল লুল থাং বমকে (৩০) সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

তিনি হেব্রনপাড়া থেকে মোটরসাইকেলে জর্ডানপাড়া যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে অপহরণ করেন। পরে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রুয়াল লুল থাং বম সম্প্রতি পার্বত্য জেলার আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থেকে আওয়ামী লীগে যোগ দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের সমর্থক রুয়াল লুল থাং বম অপহরণ হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে কুহালং ইউনিয়নের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অভিযান শুরু করেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

এদিকে, রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad