ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এক সপ্তাহের মাথায় মেহেরপুরের ডিসি বদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
এক সপ্তাহের মাথায় মেহেরপুরের ডিসি বদল জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: এক সপ্তাহের মাথায় মেহেরপুরে নিয়োগ পাওয়া জেলা প্রশাসককে (ডিসি) নিয়ে বিতর্ক ওঠায় তাকে সরিয়ে নতুন একজনকে ওই পদে নিয়োগ দিয়েছে সরকার।

মেহেরপুরের ডিসি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে দেওয়া নিয়োগ আদেশ বাতিল করে বৃহস্পতিবার (০২ জুলাই) আদেশ জারি করা হয়।

কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খানকে মেহেরপুরের ডিসি নিয়োগ দিয়ে এদিন আরেক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মেহেরপুরসহ নয় জেলায় ডিসি নিয়োগ দিয়ে গত ২৫ জুন আদেশ জারি করে সরকার।

শহিদুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে ছাত্রদলের রাজনীতি করতেন বলে ডিসি নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে।

নতুন ডিসি হিসেবে নিয়োগ পাওয়া শহিদুল ওই পদে যোগদান করেননি।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।