ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে রিমান্ডের আসামি পলায়নের পর গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুলাই ২, ২০২০
সিলেটে রিমান্ডের আসামি পলায়নের পর গ্রেফতার

সিলেট: সিলেটের বিয়ানীবাজার থানা হাজত থেকে পালালেন রিমান্ডের আসামি। আকবর আহমদ (২৬) নামে ওই আসামিকে বুধবার (১ জুলাই) একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল।
 

বুধবার দিনগত রাতের কোনো এক সময় তিনি থানা হাজত থেকে পালিয়ে যান। অবশ্য ঘটনার পর থেকে অভিযানে নামে থানা পুলিশ।

অবশেষে বৃহস্পাতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে জকিগঞ্জ পীরনগর আসামির এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিয়ানীবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আকবরকে দু’দিনের রিমান্ডে আনা হয়। বুধবার রাত ৯টার দিকে খাবার দেওয়ার সময় হাজতের তালা খোলা হয়। এসময় বিদ্যুৎ চলে গেলে আসামি পালিয়ে যান। এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
তিনি বলেন, আসামি গ্রেফতার হলেও দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
   
কর্তব্য অবহেলা ও সার্বিক বিষয়ে জানতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর করের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য না দিয়ে বলেন, সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলায় ব্যস্ত রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।