ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি করোনা পজিটিভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, জুলাই ১, ২০২০
ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি করোনা পজিটিভ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। বুধবার (১ জুলাই) সকালে ঝিনাইদহের সিভিল সার্জান ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ল্যাব থেকে করোনার ৭২টি নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে ১৪টি পজিটিভ।

এদের মধ্যে গত সোমবার উপসর্গ নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামের এক ব্যক্তির করোনা পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত মোট ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ জন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ