ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সিলিন্ডারে ফেনসিডিল পাচারের সময় বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, জুন ৩০, ২০২০
সিলিন্ডারে ফেনসিডিল পাচারের সময় বাবা-ছেলে আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলে অভিনব কায়দায় ব্যক্তিগত গাড়ির গ্যাস সিলিন্ডারে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল পাচারের সময় বাবা ও ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে টাঙ্গাইল র‌্যাব-১২ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড়ে অভিযান পরিচালনা করে একটি ব্যক্তিগত গাড়ি আটক করা হয়।

এসময় ওই গাড়ি থেকে জয়পুরহাট জেলার সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত মহির উদ্দিন প্রমাণিকের ছেলে মো. বাবলু প্রামাণিক (৪৮) এবং তার ছেলে মো. সাইদী প্রমাণিককে (২২) আটক করা হয়।  

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যক্তিগত ওই গাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ব্যক্তিগত গাড়ি, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।