ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে দ্রুত কমছে সুরমার নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুন ৩০, ২০২০
সুনামগঞ্জে দ্রুত কমছে সুরমার নদীর পানি

সুনামগ‌ঞ্জ: বৃ‌ষ্টি ও পা‌হা‌ড়ি ঢল কমে যাওয়ায় দ্রুত কমতে শুরু করেছে সুনামগ‌ঞ্জের সুরমা নদীর পা‌নি। 

মঙ্গলবার (৩০ জুন) সুনামগ‌ঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পা‌নি বিপৎসীমার ১৫ সেন্টি‌মিটার উপর দিয়ে প্রবা‌হিত হচ্ছে। সোমবার (২৯ জন) যা ছিল ৩৩ সেন্টি‌মিটার।

তার আগে রোববার (২৮ জুন) ছিল ৭০ সেন্টি‌মিটার।

নদীর পা‌নি কমে যাওয়ায় স‌ুনামগঞ্জ শহরের অধিকাংশ জায়গা থেকে বন্যার পা‌নি নেমে গেছে। ফলে বি‌ভিন্ন সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। তবে শহরটির হা‌জিপাড়া এলাকায় কিছু জলাবদ্ধ আছে।  

এদিকে জেলা শহ‌রটির স‌ঙ্গে বিশ্বম্ভরপুর উপ‌জেলার সড়ক যোগা‌যোগ স্বাভা‌বিক হ‌লেও তা‌হিরপুর উপ‌জেলার স‌ঙ্গে এখনও সড়ক যোগা‌যোগ বন্ধ র‌য়ে‌ছে।  

পাউবো সুনামগ‌ঞ্জের নির্বাহী প্রকৌশলী সহিবুর রহমান বাংলানিউজকে বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে যাওয়ায় সুরমার পানি দ্রুত কমতে শুরু করেছে। আজকের মধ্যে পানি বিপৎসীমার নিচে নেমে যাবে বলে আশা রাখছি।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।