ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

৩ মাস পর ঢাকায় এয়ার অ্যারাবিয়ার প্রথম ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৫, জুন ৩০, ২০২০
৩ মাস পর ঢাকায় এয়ার অ্যারাবিয়ার প্রথম ফ্লাইট

ঢাকা: বুধবার (১ জুলাই) থেকে ফের ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যারাবিয়া। করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা থাকায় ঢাকায় প্রায় সোয়া ৩ মাস ফ্লাইট বন্ধ রাখে সংস্থাটি।

নিষেধাজ্ঞা ওঠার পর যে চারটি এয়ারলাইন্স এ পর্যন্ত ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, তার মধ্যে এয়ার অ্যারাবিয়া অন্যতম।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে রওনা হয়ে বুধবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যারাবিয়ার করোনা পরবর্তী প্রথম ফ্লাইট।

 

সপ্তাহের প্রতি বুধবার ও শুক্রবার এয়ার অ্যারাবিয়াকে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০২০
টিএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।