ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, জুন ২৯, ২০২০
ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই

ঢাকা: বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সাবেক ফটো করেসপন্ডেন্ট রেহেনা আক্তার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি ফটো সাংবাদিক হিসেবে দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নিজ বাড়ি ঢাকার মানিকনগরে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

তিনি দুই কন্যা সন্তানের জননী।

রেহেনা আক্তারের ভাই ফজিত শেখ বাবু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেহেনা দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে তাকে বাসায় নিয়ে চিকিৎসা করা হয়েছিল। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ফটো সাংবাদিক রেহেনার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার ও বাংলানিউজ পরিবার।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এইচএমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।