ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অনলাইনে বাইক বিক্রি, দিতে গিয়ে নিখোঁজ বিক্রেতা সুমন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০২০
অনলাইনে বাইক বিক্রি, দিতে গিয়ে নিখোঁজ বিক্রেতা সুমন সুমন হোসেন হাওলাদার

ঢাকা: সুমন হোসেন হাওলাদারের বয়স আনুমানিক ৩০। অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দিলে পেয়ে যান ক্রেতাও। সে অনুযায়ী শনিবার (২৭ জুন) বিকেলে সেই ক্রেতাকেই বাইক হস্তান্তর করতে গিয়ে আর বাসায় ফেরেনি তিনি।

নিখোঁজ সুমন হোসেন হাওলাদারের বাবা মো. মজিবর বাড্ডা থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, তার নম্বর ১৩১৯।

তিনি জানান, সুমন ক্রেতাকে বাইক হস্তান্তর করার জন্য বাসা থেকে শনিবার বিকেল ৪টা ২৫মিনিটে বের হন।

এরপর আর ফেরেনি তিনি।

বাইক সংক্রান্ত বিষয় নিয়ে নানা অঘটন হরহামেশাই ঘটছে। তাই ছেলে নিখোঁজ হওয়ার ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছেন মজিবর।

সুমনের বড় ভাই সোলাইমান জানান, শনিবার রাত ৮টা ৩৫মিনিটে তার সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। সুমন বলেছিলেন, এক ফ্রেন্ডের বাসায় আছি। রোববার (২৮ জুন) সকালে চলে আসবো। কী হয়েছে জানতে চাইলে বলেন, বাসায় এসে কাল সকালে বলবো।

সোলাইমান বলেন, এরপর আর সুমনের ফোন খোলা পাওয়া যায়নি।

সেল বাজার, ঢাকা সেল বাজার নামের ফেসবুক পেজে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন সুমন। ১৫০ সিসি হিরো হাঙ্ক বাইক বিক্রি করতে চেয়েছিলেন তিনি।

এ ঘটনায় বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন বাংলানিউজকে বলেন, আমরা তদন্ত শুরু করেছি। ট্র্যাকিং করে কিছু নম্বর পেয়েছি। সেগুলো নিয়েই কাজ করছি। আশা করি, কিছু একটা ফল পাবো।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ২৮, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।