ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে যাত্রীবাহী নৌকা ডুবে দুই জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, জুন ২৭, ২০২০
দিরাইয়ে যাত্রীবাহী নৌকা ডুবে দুই জন নিহত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকা ডুবে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। 

শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষিণভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতদের মধ্যে একজন মধ্য বয়সী (৫৫) ও এক জন শিশু রয়েছে (১২)। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারে সদস্য।  

জানা যায়, সকাল ১০টার দিকে দিরাই থেকে উজান ধল গ্রামে যাচ্ছিল নৌকাটি। ১১টার দিকে ঝড়র কবলে পড়ে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১৬ জন যাত্রীর মধ্যে অন্যরা  সাঁতরে পাড়ে উঠতে পারলেও ওই ‍দুজন ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নৌকার অন্য যাত্রীরাও মৃত দুজনের পরিচয় জানাতে পারেননি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বাংলানিউজকে জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছে কি না তা দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।