ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

নলছিটিতে করোনায় দলিল লেখকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, জুন ২৬, ২০২০
নলছিটিতে করোনায় দলিল লেখকের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শাহজাহান মাঝি (৭০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) সকালে তিন মুফতির নেতৃত্বে গঠিত সংগঠন শাবাব ফাউন্ডেশন জানাজা শেষে তার মরদেহ দাফন করে।  

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

 

এক সপ্তাহ ধরে শাহজাহান উপজেলার মেরহার গ্রামের বাড়িতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় ভুগছিলেন।  

স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। পরীক্ষায় তার করোনা শনাক্ত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বলে পরিবারের লোকজন জানিয়েছেন।  

এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনা আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হযেছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।