বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও বুকের ব্যথায় ভুগছিলেন।
শাহজাহান হাওলাদারের ছেলে মো. সাইফ জানান, তার বাবা অসুস্থ থাকায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। দুপুরে তার লাশ মল্লিকপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এমএস/এমএইচএম