ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

নলছিটিতে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, জুন ২৫, ২০২০
নলছিটিতে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে শাহজাহান হাওলাদার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পৌর এলাকার মল্লিকপুর গ্রামে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও বুকের ব্যথায় ভুগছিলেন।

শাহজাহান হাওলাদারের ছেলে মো. সাইফ জানান, তার বাবা অসুস্থ থাকায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। দুপুরে তার লাশ মল্লিকপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।