ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বকেয়া মজুরির দাবিতে চতুর্থ দিনেও শ্রমিকদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, জুন ২৪, ২০২০
বকেয়া মজুরির দাবিতে চতুর্থ দিনেও শ্রমিকদের অবস্থান

ঢাকা: নারায়ণগঞ্জের প্যারাডাইস ক্যাবল কারখানার শ্রমিকরা ১৩ মাসের বকেয়া মজুরির দাবিতে চতুর্থ দিনেও শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। 

বুধবার (২৪ জুন) আন্দোলনরত শ্রমিকরা শ্রম ভবন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।  
 
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদার, এম এ শাহীন ও মঞ্জুর মঈন।

শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান নোবেল, পরিবহন শ্রমিকনেতা হযরত আলী, সিপিবি শান্তিনগর শাখার সহ-সম্পাদক ফারহান হাবীব, ছাত্রনেতা মেঘমল্লার বসু, ড্রাগন সোয়েটার কারখানার শ্রমিক আব্দুল কুদ্দুস প্রমুখ।
 
শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, শ্রমিক পরিবারগুলো ধার দেনায় জর্জরিত হয়ে আর কোন ভাবেই জীবন ধারণে সক্ষম হচ্ছেন না। এই মূহুর্তে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষকে কোন ভাবে বাধ্য করা না গেলে তাদের জীবন বাঁচানো অসম্ভব হয়ে যাবে। শ্রমিকরা অসহায় এবং সর্বত্র প্রত্যাখ্যাত হয়ে শ্রম ভবনের বারান্দায় বসেছেন। ১৩ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কারখানার উৎপাদন চালুর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।
 
সমাবেশে বক্তারা প্রতারক মালিকদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সংকটের সুরাহায় সরকারি কোন সংস্থা এখন পর্যন্ত কোন ধরনের অগ্রগতির কথা বলছেন না। শ্রম ভবনের বারান্দায় শ্রমিকদের এই দিনরাত মানবেতর অবস্থান সত্ত্বেও তারা নির্বিকার। শ্রমিকের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।  
 
এসময় বিভিন্ন এলাকার সাধারণ ব্যক্তি ও পরিবার আন্দোলনরত শ্রমিকদের জন্য চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সহায়তা পৌঁছে দিতে দেখা যায়। এছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাদের প্রস্তুতকৃত হ্যান্ড স্যানিটাইজার শ্রমিকদের হাতে তুলে দেয়।  
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০২০
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।