ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল করোনা আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, জুন ২৩, ২০২০
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল করোনা আক্রান্ত

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের কেবিনে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর গত সোমবার (২২ জুন) রাতে ডা. মোস্তফা জালালের শ্বাসকষ্ট হচ্ছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়।

মঙ্গলবার সকাল পর্যন্ত তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিস রয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।