ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ড্রেন থেকে ৫ মাসের ভ্রূণ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুন ২০, ২০২০
শ্রীমঙ্গলে ড্রেন থেকে ৫ মাসের ভ্রূণ উদ্ধার মৌলভীবাজার

মৌলভীবাজার: শ্রীমঙ্গল শহরতলী থেকে পরিত্যাক্ত অবস্থায় শিশুর একটি ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান সড়কের পাশের ড্রেনে ভ্রূণটি দেখে স্থানীয় জনতা খবর দিলে পুলিশ এসে এটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, কে বা কারা ভ্রূণটি ড্রেনে ফেলে গেছে, সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেনি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত করিয়ে ভ্রূণ ফেলে গেছেন। পাঁচ মাস বয়স হয়েছিল এটির। আমরা এটি ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠাব।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলে জানান ওসি ছালেক।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ২০, ২০২০
বিবিবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।