ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধামরাই পৌরসভাসহ ৬ ইউনিয়ন ‘রেড জোন’ ঘোষণা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, জুন ১৬, ২০২০
ধামরাই পৌরসভাসহ ৬ ইউনিয়ন ‘রেড জোন’ ঘোষণা

ধামরাই (ঢাকা): করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঢাকার ধামরাই পৌরসভাসহ ছয় ইউনিয়নকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ধামরাই উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ ঘোষণা দেওয়া হয়।  

রেড জোন ঘোষণা পৌরসভাসহ ছয় ইউনিয়ন হলো- ধামরাই পৌরসভা, আমতা ইউনিয়ন, সানোরা ইউনিয়ন, সুতিপাড়া ইউনিয়ন, সোমভাগ ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন ও ধামরাই ইউনিয়ন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বাংলানিউজকে বলেন, সংক্রমিত এলাকা অনুযায়ী যে সব এলাকা বা ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা বেশি সে সব এলাকা বা ইউনিয়নকে কোভিড-১৯ এর জন্য রেড জোন ঘোষণা করা হয়েছে। এখন শুধু রেড জোনের এরিয়া নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) উপজেলায় আবার একটি সভা করা হবে, সেখানে বাকিসব নির্দেশনার বিষয়টি চূড়ান্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।