বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। সেলিম সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের আটাপাড়া গ্রামের বাসিন্দা।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বাংলানিউজকে জানান, সকালে পত্নীতলা থেকে বালু বোঝায় ট্রাক্টর চালিয়ে সাপাহার যাচ্ছিলেন সেলিম। তিনি উপজেলার মধইল এলাকার মানষীর মোড়ে আসলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সেলিম মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুন ১১, ২০২০
এনটি