ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ধানমন্ডিতে বাসের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জুন ৮, ২০২০
ধানমন্ডিতে বাসের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর ধানমন্ডি কেবি স্কয়ারের সামনে বাসের ধাক্কায় আহত আ. রহিম (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (০৭ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (০৮ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নর্দান হাসপাতালের আইসিইউতে মারা যান।

ধানমন্ডি থানার উপ-পরিদশর্ক (এসআই) নুর উদ্দিন জানান, রাতে ধানমন্ডি ৮/এ কেবি স্কয়ারের সামনে ইকোনো পরিবহনের একটি বাস আরোহীসহ একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে আরোহী রহিম ও চালক মিলন (২৮) আহত হন। পরে তাদের নর্দান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করা হয় রহিমকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান রিকশা চালক মিলন।  

তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন সোমবার সকালে মৃত্যু হয় রহিমের। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। রহিম হাজারীবাগে থাকতেন।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুন ০৮, ২০২০
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ