ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ৫, ২০২০
কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১ টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাজতি মাদারীপুরের কালকিনি থানার লক্ষ্মীপুর পক্ষীরু এলাকার আব্দুল মাজেদের ছেলে সরোয়ার ওরফে সোহাগ (৪০)। তার হাজতি নং ৪১০৩/১৯।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সরোয়ার ওরফে সোহাগ। এসময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে বেলা ১১ টার দিকে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  

এসময় চিকিৎসক সরোয়ার ওরফে সোহাগকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। লালবাগ থানায় মাদক মামলায় গত বছরের অক্টোবর মাস থেকে এ কারাগারে বন্দী ছিলেন হাজতি সোহাগ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুন ৫, ২০২০
আরএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।