ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

করোনা আক্রান্ত হয়ে রানা প্লাজার মালিকের বাবার মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুন ৪, ২০২০
করোনা আক্রান্ত হয়ে রানা প্লাজার মালিকের বাবার মৃত্যু

সাভার (ঢাকা): ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আ. খালেক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (০৪ জুন) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, ভোরে নিজ বাসায় তিনি মারা যান।

এ নিয়ে এই উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো নয়জনে।

তিনি জানান, গত ১ জুন খালেক করোনার উপসর্গ নিয়ে সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে করোনা পরীক্ষা করান। গত ২ জুন তার ফলাফল পজিটিভ আসে। এর মধ্যেই ভোর ৬টার দিকে তিনি মারা যান।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বাংলানিউকে জানান, সাভারে এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২০৫৪ জনের। মোট রোগী সংখ্যা ৪৭৪ জন, মৃত্যুর সংখ্যা ০৯ জন।

প্রসঙ্গত, সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।