ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পিআরও হলেন মো. আবু নাছের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩০, জুন ৪, ২০২০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পিআরও হলেন মো. আবু নাছের

ঢাকা: বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মো. আবু নাছেরকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) নিয়োগ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস তথ্য সাধারণ (অনুষ্ঠান) ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে বুধবার (৩ জুন) রাতে আদেশ জারি করে তার চাকরি স্থানীয় সরকার বিভাগ ন্যস্ত করেছে।  মো. আবু নাছের বেতারের বহির্বিশ্ব কার্যক্রম বিভাগে কর্মরত ছিলেন।

ডিএসসিসির নবনির্বাচিত মেয়র ফজলে নূর তাপসের দপ্তরে কাজ করবেন মো. আবু নাছের।

মো. আবু নাছের এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।