ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ৩, ২০২০
মুন্সিগঞ্জে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে এক জন এবং সকাল সাড়ে ৭টায় অপর  এক জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ জানান, মার্চের ৩১ তারিখ মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি হন এক ব্যক্তি। ২৯ মার্চ তার করোনা পজিটিভ আসে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। ।

অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে ৩১ মে সদরের মুক্তারপুর এলাকার অপর এক ব্যক্তি (৪৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি হোন। সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল কিন্তু এখনো ফলাফল আসেনি।

মঙ্গলবার (২ জুন) করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন অপর এক ব্যক্তি। আজ সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। তার নমুনার ফলাফলও এখনো আসে নাই। ইসলামিক ফাউন্ডেশন তাদের দাফনের ব্যবস্থা করে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ০৩, ২০২০

আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।