ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নমুনা জটিলতা, এন্টিজেন পরীক্ষা স্থগিতে গণস্বাস্থ্যের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জুন ৩, ২০২০
নমুনা জটিলতা, এন্টিজেন পরীক্ষা স্থগিতে গণস্বাস্থ্যের চিঠি

ঢাকা: করোনা আক্রান্তের এন্টিজেন পরীক্ষার জন্য সঠিকভাবে লালা (নমুনা) সংগ্রহে অসামঞ্জস্যতা দেখা দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমইউ) আপাতত এন্টিজেন কিট পরীক্ষা স্থগিত করার জন্য চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার (৩ জুন) গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, গণস্বাস্থ্যের এন্টিবডি কিটে কোনো সমস্যা নেই।

আমরা বিএসএমইউকে বলেছি, আপনারা আপাতত এন্টিবডি কিটের পরীক্ষা শেষ করে রিপোর্ট জমা দিয়ে দেন। এন্টিজেন কিটের নমুনা হচ্ছে লালা (স্যালাইভা)। এ বিষয়ে বিএসএমইউ’র সঙ্গে জয়েন্ট মনিটরিং টিম বসে আমরা দেখি যে, সন্দেহভাজনদের লালা সংগ্রহে সমস্যা হচ্ছে। মানুষ লালা (নমুনা) দিতে গিয়ে মুখের মধ্যে থাকা বিভিন্ন ময়লা, কফ, পানের পিক ইত্যাদি দিয়ে দিচ্ছে। লালাটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না।

এ সমস্যার সমাধান প্রসঙ্গে মুহিব উল্লাহ বলেন, আমদের এন্টিজেন কিট নমুনা হিসেবে লালা পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। যদি লালার সঙ্গে অন্য কিছু দেওয়া হয় তাহলে কিটে সমস্যা দেখা দেবে। এটা আমাদের এন্টিজেন কিটের কোনো সমস্যা না, নমুনা সংগ্রহের অসামঞ্জস্যতা। আমরা বিএসএমইউকে বলেছি এক সপ্তাহের মধ্যে এন্টিজেন কিটের নমুনা সংগ্রহের জন্য নতুন একটা পদ্ধতি তৈরি করে দেবো। একটা কন্টেইনারের ভেতর নির্দিষ্ট কিছু মেডিসিন দিয়ে দিলে মানুষের লালাটা সঠিকভাবে চলে আসবে। সেই পদ্ধতিটা আমাদের ল্যাবে তৈরি করছি। তাই বিএসএমইউকে আপাতত এন্টিজেন কিট পরীক্ষা বন্ধ রাখতে বলেছি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ৩, ২০২০
আরকেআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।