ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হিজলায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ১, ২০২০
হিজলায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৬

বরিশাল: বরিশালের হিজলায় দুই সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (০১ জুন) বিকেলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বাংলানিউজকে বিষয়টি জানান।

গ্রেফতার আসামিরা হলেন- বাকের জমদ্দার, জাকির হোসেন, আনিছ খান, সুমন রাড়ী, আলামিন আকন ও মনির বেপারী।

মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ৩০ মে রাতে হিজলা-গৌরাবদী ইউনিয়নের কাকুরিয়া গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরছিলেন। আর তিনি দুই সন্তানকে নিয়ে নিজেদের ঘরে ছিলেন। আট জনের একটি দল ওই গৃহবধূর ঘরের দরজার সামনে এসে অবস্থান নেয় এবং দরজা খোলার জন্য বলে। দরজা খোলা হলেও তাদের মধ্যে চারজনে ওই গৃহবধূকে গণধর্ষণ করে এবং বাকির এতে সহায়তা করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে স্থানীয়দের সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে।

আসামিরা সবাই পেশায় জেলে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।