ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

লৌহজং ইউএনও'র করোনা পজিটিভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুন ১, ২০২০
লৌহজং ইউএনও'র করোনা পজিটিভ 

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। 

রোববার (৩১ মে) দিনগত রাত ১০ টার দিকে লৌহজংয়ের সহকারি কমিশনার (ভূমি) রাসেদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, কয়েকদিন ধরে গলা ব্যথা করায় ইউএনও শুক্রবার (২৯ মে) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

রোববার সন্ধ্যায় মোবাইলে তাকে নিশ্চিত করা হয় তিনি করোনা পজিটিভ। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। নমুনা দেওয়ার আগে থেকেই তিনি সবার থেকে নিজেকে দূরে রেখে দায়িত্ব পালন করছিলেন।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি ত্রাণ বিতরণ, শনাক্তের বাড়ি লকডাউন, বাড়ি বাড়ি খাবার পৌঁছানোসহ বিভিন্ন দায়িত্ব পালনকালে তিনি সংক্রমিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।