ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
খুলনায় ট্রাকচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত

খুলনা: খুলনার রূপসায় ট্রাকের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে খান জাহান আলী (র.) সেতু (রূপসা সেতু) সড়কের জাবুসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মকবুল শেখের ছেলে।

তিনি এনজিও ব্র্যাকের শরীয়তপুর শাখার একজন কর্মকর্তা।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, যানবাহন বন্ধ থাকায় রবিউল ভ্যানে করে ভেঙে ভেঙে সাতক্ষীরা থেকে শরীয়তপুর যাওয়ার চেষ্টা করছিলেন। রূপসা সেতু সড়কের জাবুসা মোড় এলাকায় একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। ওই ভ্যানের যাত্রী ছিলেন রবিউল। তখন রবিউল ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
এমআরএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।