ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে র‌্যাবের ১৩ সদস্যসহ শনাক্ত আরও ৪৮ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৪, মে ৩০, ২০২০
সিলেটে র‌্যাবের ১৩ সদস্যসহ শনাক্ত আরও ৪৮ জন

সিলেট: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) ১৩ সদস্যসহ সিলেট বিভাগে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৩১ জন ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে এবং ১৭ জন শাবিপ্রবির ল্যাবে শনাক্ত করা হয়।

শুক্রবার (২৯ মে) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, এদিন মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ১৮ জনই সিলেট সদরের।

এরমধ্যে র‌্যাব-৯ এর ১৩ সদস্য আছেন। এছাড়া বিয়ানীবাজার উপজেলার তিনজন, কানাইঘাটের চারজন, জকিগঞ্জের চারজন, জৈন্তাপুরের ও গোলাপগঞ্জের একজন করে রয়েছেন।

র‌্যাব-৯ এর মিডিয়া ইউংয়ের কর্মকর্তা (এএসপি) সামিউল বলেন, যা শুনেছেন তাই। র‌্যাবের ১৩ সদস্য আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে আক্রান্ত ১৩ জনই। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনার মধ্যে ১৮৮ নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জের বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

এ যাবত সিলেট বিভাগে ৮৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬১ জন, সুনামগঞ্জ জেলায় ১৪৪ জন, হবিগঞ্জ জেলায় ১৭১ জন এবং মৌলভীবাজারে ৯৮ জন। বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। এরমধ্যে সিলেটে ১৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৩ জন। বিভাগে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ২০১ জন।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, মে ৩০, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।