ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে আরো ৪৬ জন করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, মে ২৮, ২০২০
কক্সবাজারে আরো ৪৬ জন করোনা আক্রান্ত

কক্সবাজার: কক্সবাজারে নতুন করে আরো ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কক্সবাজার জেলার ৩৯ জন, এছাড়াও আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ জন ও বান্দরবানে ৪ জন রয়েছেন। 

বুধবার (২৭ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে এসব ব্যক্তিদের শরীরের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে। তবে বুধবার নতুন করে কোনো রোহিঙ্গা শরণার্থীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

রোহিঙ্গাদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৬ জনই রয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, বুধবার (২৭ মে) ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে নতুন ৪৬ জনসহ মোট ৬১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে ১৮ জন ফলোআপ রোগী রয়েছেন।
নতুন আক্রান্ত  ৪৬ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭ জন, চকরিয়ায় ৫ জন, উখিয়ায় ২০ জন, মহেশখালীতে ২ জন, টেকনাফে ২ জন, রামু উপজেলায় ৩ জন রয়েছেন।  

এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩ জন, বান্দরবান সদরে ২ জন, রুমা উপজেলায় ১ জন ও রোয়াংছড়িতে ১ জন আক্রান্ত রয়েছেন।

ফলোআপ রিপোর্টের মধ্যে চকরিয়ার ১০ জন, রামুতে ২ জন এবং ৩ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।  

এদিকে কক্সবাজার জেলায় নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, মে ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।