ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বেড়েই চলেছে করোনা, আক্রান্ত আরও ১৮ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, মে ২৭, ২০২০
সিলেটে বেড়েই চলেছে করোনা, আক্রান্ত আরও ১৮ জন

সিলেট: সিলেটে বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। এ যাবৎ সিলেট জেলায় ৩৪৭ করোনায় আক্রান্ত হয়েছেন। আর বিভাগজুড়ে সংখ্যা বেড়ে হয়েছে ৭১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮১ জন। মারা গেছেন ১৩ জন।  

সর্বশেষ মঙ্গলবার (২৬ মে) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।  

ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে জকিগঞ্জের তিনজন, বালাগঞ্জের একজন, জৈন্তাপুর ও বিশ্বনাথের দু’জন করে এবং সদর উপজেলার ১০ জন।

এছাড়া বিভাগের মধ্যে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭ জন। তবে এদিন শাবিপ্রবির ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি বলেও জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, মে ২৭, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।