ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৯, মে ২৬, ২০২০
বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা .

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিটুল (১৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের জিগাতলা এলাকায় দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় ওই যুবক নিহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিহত বিটুলসহ ৫/৬ জন যুবক তিনটি মোটরবাইকেলে পৌর এলাকার রবিবাড়িয়া থেকে পাশের সাবগ্রাম ইউনিয়নের জিগাতলা জাঙ্গালপাড়া গ্রামে পবেশ করেন।

এরপর ওই এলাকার চকমিঠুন ঈদগাহের কাছে পৌঁছালে ওই এলাকার কিছু যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।  

একপর্যায়ে বিটুলের সঙ্গে থাকা কয়েকজন জিগাতলা এলাকার তিন যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে এলাকার বাসিন্দাদের সঙ্গে তাদের মারপিটে বিটুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিটুল শহরের নবাববাড়ী এলাকায় দর্জি শ্রমিক হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের আটকে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, মে ২৬, ২০২০
কেইউএ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।