ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেলে নামাজ আদায়, মুড়ি-পায়েস দিয়ে বন্দিদের ঈদ উদযাপন শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মে ২৫, ২০২০
সেলে নামাজ আদায়, মুড়ি-পায়েস দিয়ে বন্দিদের ঈদ উদযাপন শুরু

ঢাকা: প্রতিবছরের মতো ঈদের দিনটিতে বিশেষ খাবার পেলেও এবার একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারেননি বন্দিরা। 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে এবার কারাগারে বন্দিদের জামাতে অংশ নিতে দেয়নি কারা কর্তৃপক্ষ। তারা নিজ নিজ সেলে নামাজ আদায় করেছেন।

রোববার (২৩ মে) পর্যন্ত কারাগারে বন্দির সংখ্যা ছিল ৮ হাজার ৭০০ জন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, প্রতিবছর কেরানীগঞ্জ কারাগারের ভেতরে বিশাল দু’টি মাঠে বন্দিদের নিয়ে একযোগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে এবার তারা নিজ নিজ সেলেই নামাজ পড়েছেন।  

ঈদে বন্দিদের খাবারের বিষয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে মুড়ি আর পায়েস দিয়ে ঈদ উদযাপন শুরু করেছে বন্দিরা। দুপুরে বন্দিরা সাদা ভাত, রুই মাছ আর আলুর দম পাবেন। আর রাতের বিশেষ আয়োজনে তারা পাবেন পোলাও, গরু বা মুররির মাংস, ডিম, মিষ্টান্ন ও পান-সুপারি।

বিশেষ দিনে কেরানীগঞ্জ কারাগারের বন্দিরা পরিবারের পাঠানো খাবার খেতে পারলেও এবার করানোর জন্য সেটা সম্ভব হচ্ছে না। বন্দিদের সঙ্গে পরিবারেরও সাক্ষাৎ বন্ধ রেখেছে কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মে ২৫, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ