ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে বরিশালে মসজিদে মসজিদে ঈদ জামাতের আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ২৪, ২০২০
স্বাস্থ্যবিধি মেনে বরিশালে মসজিদে মসজিদে ঈদ জামাতের আয়োজন ছবি:বাংলানিউজ

বরিশাল: বরিশালে সরকারি নির্দেশনা অনুসারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছে ঈদের জামাত।

বরিশাল নগরের একটি মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য মসজিদগুলোর কোথাও ৩টি ও আবার কোথাও ২টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল মহানগর ইমাম সমিতির প্রধান উপদেষ্টা ও জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ জানান, নগরের চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয়, সাড়ে ৯টায় তৃতীয় এবং সকাল সাড়ে ১০টা চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।

হেমায়েতউদ্দিন রোডের জামে কসাই মসজিদে অনুষ্ঠিত হবে ৩টি জামাত। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সদর রোডের বাইতুল মোকাররম মসজিদে সকাল ৯টায় প্রথম এবং ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

স্টিমারঘাট জামে মসজিদ ও পোর্ট রোডের কেরামতিয়া মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘন্টা, মে ২৪, ২০২০
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।