ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুস্থদের জন্য সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ২৪, ২০২০
দুস্থদের জন্য সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’ .

খাগড়াছড়ি: করোনা ভাইরাস মহামারির বিশেষ পরিস্থিতিতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমধর্মী উদ্যোগে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার দেয়া হয়েছে। এক মিনিটের ঈদ বাজারটি অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি স্টেডিয়ামে।

রোববার (২৪ মে) সকালে খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে দুস্থ, হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ঈদ বাজারের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।

এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারগুলো পেয়েছে ঈদের নতুন কাপড়, সেমাই, চিনি, চালসহ বিভিন্ন প্রকারের সবজি।

সামাজিক দূরত্ব নিশ্চিত করে এক মিনিটের ঈদ বাজারে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্ণেল মো. জাহেদুল ইসলাম পিএসসি, জিটুআই মেজর মো. সালাউদ্দিন প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘন্টা, ২৪ মে, ২০২০
এডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ