ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

এবারের ঈদ একেবারেই অন্যরকম: মিয়া সেপ্পো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২০, মে ২৪, ২০২০
এবারের ঈদ একেবারেই অন্যরকম: মিয়া সেপ্পো

ঢাকা: ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (২৩ মে) ভিডিও বার্তায় তিনি শুভেচ্ছা জানান।

মিয়া সেপ্পো বলেন, আপনারা অনেকেই বর্তমানে পরিবার থেকে দূরে রয়েছেন। নিজ জায়গা থেকে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সম্মুখ সারির যোদ্ধা হয়ে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন।

আপনাদের জানাই ধন্যবাদ ও শ্রদ্ধা।

তিনি বলেন, বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে আরও একটি ঈদ। তবে এবারের ঈদ একেবারেই অন্যরকম। আগের কোনো ঈদের মত নয়। আমরা সবাই একসঙ্গে একটা কঠিন সময় পার করছি।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, এই কঠিন সময়েও নতুন আশা, নতুন শক্তি এবং সৌহার্দ্যের বার্তা নিয়ে জাতিসংঘ বাংলাদেশ আপনাদের জানাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। নিরাপদে কাটুক সবার ঈদ। ঈদ মোবারক।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, মে ২৪, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।