ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনার উপসর্গ নিয়ে খুমেকে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ২৩, ২০২০
করোনার উপসর্গ নিয়ে খুমেকে বৃদ্ধের মৃত্যু

খুলনা: করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আফজাল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

ওই ওয়ার্ডের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বাংলানিউজকে জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আফজাল হোসেন গত বৃহস্পতিবার (২১ মে) হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে। এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি নগরীর বসুপাড়া আজাদ লন্ড্রির মোড়ে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ২৩, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।