ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে ১০ হাজার পরিবার পেলো বাণিজ্যমন্ত্রীর ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ২২, ২০২০
রংপুরে ১০ হাজার পরিবার পেলো বাণিজ্যমন্ত্রীর ঈদ উপহার

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পীরগাছা-কাউনিয়া উপজেলার ১০ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে এই দুই উপজেলায় করোনায় কর্মহীন ও অসহায় ২৩ হাজার পরিবারকে পর্যায়ক্রমে খাদ্যসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা দিয়েছেন তিনি। সহায়তা সামগ্রীর মধ্যে সরকারি বরাদ্দ চাল ছাড়াও নিজস্ব অর্থায়নে চাল, আটা, আলু, ডাল, তেল, লবন ও সাবান রয়েছে।

শুক্রবার (২২ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, পীরগাছা-কাউনিয়া উপজেলার কর্মহীন, অভাবগ্রস্ত, দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষ এ সহায়তা পাচ্ছেন।

এছাড়া ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সুবিধাভোগীদের মধ্যে রয়েছে, কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, হস্তশিল্পের, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিকসহ নানা পেশার মানুষ।

ইতোমধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র ব্যক্তিগত অর্থায়নে ২৩ হাজার পরিবারের মধ্যে ৩৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ লাখ ১০ হাজার কেজি চাল, ১১ লাখ টাকা মূল্যের ৪৪ হাজার কেজি আটা, ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬৬ হাজার কেজি আলু, ১৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২২ হাজার লিটার তেল, ৩৫ লাখ ,২০ হাজার টাকা মূল্যের ৪৪ হাজার কেজি ডাল, ২ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১১ হাজার কেজি লবন, ২ লাখ ২০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস সাবান বিতরণ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ২২, ২০২০
জিসিজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।