ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

মোবাইল থেকে ১০৯০-তে ঘূর্ণিঝড় আম্পানের বার্তা ফ্রি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩০, মে ২০, ২০২০
মোবাইল থেকে ১০৯০-তে ঘূর্ণিঝড় আম্পানের বার্তা ফ্রি ‘আম্পান’ সম্পর্কে তথ্য দিতে ওই নম্বরে টোল ফ্রি ঘোষণা

ঢাকা: সব মোবাইল অপারেটর থেকে ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য দিতে দুর্যোগের আগাম বার্তার আইভিআর নম্বর ১০৯০-তে বিনামূল্যে কল করার সুবিধা দিয়েছে সরকার।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশে বিটিআরসি এই নির্দেশনা ইতোমধ্যে কার্যকর করতে অপারটরদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।  

মঙ্গলবার (১৯ মে) দিবাগত মধ্যরাত থেকেই নির্দেশনা কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান।

 

এর আগে সন্ধ্যার দিকে বাংলালিংক ঘূর্ণিঝড় ‘আম্পান’ সম্পর্কে তথ্য দিতে ওই নম্বরে টোল ফ্রি ঘোষণা করে। তবে এখন সব নম্বরেই টোল ফ্রি কার্যকর হবে বলে বিটিআরসি জানিয়েছে।  

এই সময়ে যেকোনো জরুরি সহায়তার জন্য বাংলালিংক গ্রাহকরা জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-তে বিনামূল্যে কল করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ২০, ২০২০
এমআইএইচ/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।