ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা দীপক নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ১৮, ২০২০
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা দীপক নিহত মুক্তিযোদ্ধা দীপক চক্রবর্তী, ফাইল ছবি

মৌলভীবাজার: মৌলভীবাজারে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার মুক্তিযোদ্ধা দীপক চক্রবর্তী (৬৫) নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সকালে তিনি সিএনজিচালিত একটি অটোরিকশায় করে শ্রীমঙ্গল থেকে কুলাউড়া উপজেলার ব্যক্তি মালিকানাধীন লোহাউনি চা বাগানে তার কর্মস্থলে যাচ্ছিলেন। গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে অটোরিকশাটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় এবং পার্শ্ববর্তী এক গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

দীপক চক্রবর্তী লোহাউনি চা বাগানের নার্সারি সেকশনের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী কল্যাণী চক্রবর্তী, একমাত্র মেয়ে দীপা চক্রবর্তীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন তিনি।  

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে বলেন, ‘মুক্তিযোদ্ধা দীপক চক্রবর্তীর মরদেহকে সোমবার দুপুরে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। তারপর তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। ’

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ১৭, ২০২০
বিবিবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।