ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

ওএমএসর চাল বিক্রিতে ওজন কম, ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, মে ১৭, ২০২০
ওএমএসর চাল বিক্রিতে ওজন কম, ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে ওজনে কম দেওয়ায় এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ মে) দুপুরে আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া চৌরাস্তা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার ডিলার করিম বেপারিকে জরিমানা করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার জানান, গ্রাহকদের ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রত্যেককে ৪-৫ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।